ভাষাচিত্র ঈদ সাময়িকী

দীদার মাসুদ-এর কবিতা

শনিবার, ১৫ মে ২০২১ | ১০:১২ অপরাহ্ণ | 1020 বার

দীদার মাসুদ-এর কবিতা

মুখোশের আড়ালে সময়


।। দীদার মাসুদ ।।

 

সেই যে পরেছি মুখোশ, আর হয়নিতো খুলে ফেলা,
মুখোশের আড়ালেই যাচ্ছে কেটে সকাল সন্ধ্যাবেলা।

যাপিত জীবনের খেরোখাতা সব হলো এলোমেলো,
এরইমাঝে ধরনীর ব্যামোটা কত স্মৃতি মুছে দিলো।

গেঁথে যাচ্ছে সময়ের আড়ালে, কতসব মাইলফলক,
কেউ বা সেসব খুঁজছে আবার আকাশনীলে অপলক!

বহতা নদীর থামেনি গতি, স্থবির হয়েছে জীবন,
কবে থামবে তাণ্ডবলীলার জাগতিক সম্মোহন?

লাখে লাখে মরছে মানুষ, ভাঙছে কত কোলাহল,
মরাগাঙে তবে কী আর জোয়ার তুলবে দোলাচল?

ভাবনার প্রতিফলন ঘটেছে যেন জীবনটাও তেমন!
অন্তরেখা ডুবে আছে অতলান্তে, দিগন্তরেখা যেমন।

অস্তিত্ব রক্ষার অস্থির সময়ে কত লণ্ঠন নিভেছে বলো?
এমনি করেই দিন-মাস-বছর মুখোশের আড়াল হলো।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD