।। পত্রসাহিত্য ।।
শুরুতে ভালোবাসা জেনো।
পৃথিবীর এ অসুস্থ সময়ে চারদিকে আহাজারি মৃত্যুর মিছিলে শ্লোগান দেয় বেঁচে থাকার। হৃদয়ের বাগানে না ফোটা কিছু কালো গোলাপের কলি থেকে তোমার তরে কালো ফুলেল শুভেচ্ছা।
দূরের মানুষ হয়েও ভালোবাসার আবেগের সমুদ্রে ভেসে বেঁচে আছি। তবুও সাত সমুদ্র তের নদীর পাড়ে দাঁড়িয়ে হাতছানি তোমার জন্য। লিখতে চায় এ মন অনেক কিছু- যা জমা কিন্তু কলমের কালিতে বোঝাতে পারব না। না বলা কথাগুলো কিছু হলেও চেষ্টা করছি বলে যেতে।
সময়ের পরিবর্তনে বহুদিন বহুবছর আলিঙ্গন নেই তবুও অস্তিত্বে তোমার চলাচল। কোন ভাষায় হৃদয়ের কথা বলতে হয় জানা নেই। বুঝতে পারো কি না!
আমি এমনই এক মানুষ যার দিন শুরু হয় কষ্টে আর শেষ হয় যন্ত্রণায়। জীবন চলার পথে কত শত অভিমান আর খুনসুটি জড়িয়ে আছে। যা কেবল স্মৃতি হয়ে দাঁড়িয়ে।
তোমার আমার চাহিদার যোগান নিশ্চিত করতে পরবাস জীবনের একাকিত্বের সংসার। কল্পনায় জমানো হাজারো কথার জবাব খুঁজে পাই। দূর থেকে দেখা যায় শুধু একটি মানুষ কিন্তু হৃদয়ে বসবাস করলে বুঝা যেত সে মানুষটারও একটা মন ছিল, সে মনে কত স্বপ্ন হাহাকার করে কাঁদছে।
দেখা হবে কি না জানা নাই। সুস্থ পৃথিবীর নিয়ম আবার চালু হবে কবে জানা নেই। তুমি অপেক্ষার পথে ফুল বিছিয়ে রেখো, আমি সে ফুলে সুবাসিত হবো তোমার অঙ্গনে।
কবিতার লাইনে তোমার জন্য বলা কিছু কথা মনোযোগে পড়ে ভালোবাসা জানিও।
সুরাইয়া ফুল
যদি আর দেখা না হয়…
যদি আর দেখা না হয় জীবনের সংসারে
অভিমান-অভিযোগে বন্দি রেখো হৃদয়ের ঘরে,
যখন চলে যাব এ দুনিয়া ছেড়ে
তুমিসহ পৃথিবী ভুলে যাবে আমাকে চিরতরে।
পৃথিবীর এ ক্রান্তিলগ্নে মহামারী পরিস্থিতি
মহাবিশ্বের ভয়াক্রান্ত কোণায় কোণায়,
মৃত্যু ফাঁদ পেতে বসে আছে শুধু ভীতি
অদৃশ্য দুশমন কখন যে ডাক দিবে আমায়।
পত্রিকা খবরে ভরপুর মৃত্যুর শোক মিছিলে
বাস্তবতা আরও যে নিদারুণ বিষাদী পাষাণ,
স্তব্ধতা বিরাজমান চারপাশে দেখি তাকালে
বুকের নিকটতম পাঁজরে তীব্র ব্যথার আগমন!
শতবছর বাঁচতে চাই জগৎ সংসারে
ইচ্ছেরা তালাবদ্ধের চাবি হারানো বিজ্ঞপ্তি দেয়,
আমি তো পৃথিবীর নিয়ম মেনেই চলছি নিজ ঘরে
তবুও কেন আজকাল লাগে এতটা অসহায়।
পৃথিবীর এ ভয়ঙ্কর অসুখের ফাঁদে
ক্ষমতাবান সম্পদশালী রাষ্ট্রের নাগরিক আক্রান্ত,
আমি তো সাধারণ একজন মানুষ
অভাবের ভারে ভুখা পেটে চলতে চলতে ক্লান্ত।
ভাল থেকো তুমি-
তোমারই সেই আমি।
নবীন মাহমুদ আলামীন
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD