দেশের বই ঈদ সাময়িকী

এ.টি.এম. মোস্তফা কামাল-এর একগুচ্ছ ছড়া

শুক্রবার, ২১ মে ২০২১ | ১০:৫৬ অপরাহ্ণ | 397 বার

এ.টি.এম. মোস্তফা কামাল-এর একগুচ্ছ ছড়া

এ.টি.এম. মোস্তফা কামাল-এর এক গুচ্ছ ছড়া


 

ছড়া

এখন তো খুব
কাদায় জলে
ঠ্যাং ডুবিয়ে নাচছো।
সর্দি হলে
বুঝবে তখন
বোমার মতো
চলবে যখন
ঘাঁ হাঁ হাঁ হাঁচ্চো!

 

শান্তি শুধু নেই

আমার গাঁয়ের মধুর ছবি মনের চোখে ভাসছে-
পাগল করা নানান সুবাস নাকের কাছে আসছে!
লাগছে সবই আগের মতো গহীন আঁধার রাতে
পাখির কুজন, মধুর আজান বাজছে ধুসর প্রাতে।
পূব আকাশে আলোর আভাস থাকছে না আর চাপা,
সূয্যি মামা হাঁটতে বেরোন হাঁটি হাঁটি পা পা ।
শাপলা ফোটা পদ্মপুকুর, ধানের চিরল পাতা
গাছ-গাছালি ঠায় দাঁড়িয়ে উঠানখানি পাতা।
বোশেখ মাসের দুরন্ত ঝড়, আম-কাঁঠালের মিষ্টি
শাওন মাসের দুপুরজুড়ে আকাশ ভরা বিষ্টি!
শিউলি ফোটা শরৎ রাতের মনউদাসী হাওয়া;
হেমন্তটা নতুন ধানের সুবাস দিয়ে নাওয়া।
পায়েশ, পিঠা, সিম, টমেটো হাড় কাঁপানো শীতে;
ফাগুন জুড়ে ফুল-পাখিরা সবুজ বনানীতে।
আসছে বছর যাচ্ছে বছর এ সব নিয়ম মেনে
বাঁচা মরার আদিম পালা যাচ্ছে নিয়ে টেনে।
শহর ছেড়ে এলাম গাঁয়ে একটু সুখের আশায়;
গাঁয়ের মানুষ ভালোবাসার মায়ার স্রোতে ভাসায়।
স্বপ্ন ভাঙার আওয়াজ পেয়ে হারাই আমি খেই-
আছেন সবাই আগের মতোই শান্তি শুধু নেই!

 

লিমেরিক
একশ’ একুশ, মাহুতটুলির ল্যাংড়া মোটা জালাল,
অনেক দিনের সুযোগলোভী একাত্তরের দালাল।
সুযোগ বুঝে রং লুকিয়ে
চলতি দিনের স্লোগান দিয়ে
যা খুশি তাই যাচ্ছে করে, সব কিছু তার হালাল!

 

পিপীলিকা পিপীলিকা

পিপীলিকা, পিপীলিকা
খেলো পোলিওর টিকা
আলোকিত ভোর হলো
ছ’টি রোগ দূর হলো।
ফিটফাট স্বাস্থ্য
দেখা যায় আস্ত।
ছ’বছর হয়ে গেল
ইশকুলে ঢুকে গেল।
মাস্টার পাখি সব
মাথা খায় টপাটপ।

পিপীলিকা পিপীলিকা
দেয়ালেতে মারে চিকা।
পাখিসব হুঁশিয়ার
মারে না তো ঘুষি আর।
লেখাপড়া জমে যায়
মারামারি কমে যায়।
ছুটি নেই বারো মাস
করে ফেলে এম এ পাশ।

পিপীলিকা পিপীলিকা
একদিন করে নিকা।
টুকটুকে বউ এলো
মহাখালী বাসা নিলো।
সংসার পেতে নেয়
বউ রোজ খেতে দেয়।
চলে সব ঠিকঠাক
একদিন এলো ডাক।
পিপীলিকা পিপীলিকা
চলে গেলো আমেরিকা।

 

আমাদের কথা

হাত ভেঙ্গেছে পিছলে পড়ে
পা ভেঙ্গেছে ধাক্কায়,
মাথার খুলি দু’ভাগ হলো
ঘোড়ার গাড়ির চাক্কায়।
পেটের ভেতর আমাশয়ের
ইয়ার্কি সব যত,
শরীর পচে বেরুচ্ছে পুঁজ
বানের জলের মতো।
ভাঙ্গা মাথায় মাথাব্যথা
ঘটনা সব সত্য,
তার পরেও থাকছি বেঁচে
মানুষ না, সব দৈত্য !

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD