ইমরান খান রাজ-এর একগুচ্ছ ছড়া
রহমতের মাস
বছর ঘুরে আবার এলো
রহমতের-ই মাস,
ওহে মুমিন পাপ ছেড়ে
পূণ্যের করো চাষ।
খোদার ভয়ে রোজা রাখো
নামাজ পড়ো রোজ,
দুনিয়ার চিন্তা বিদায় দিয়ে
জান্নাত করো খোঁজ।
হাসিখুশি থাকো তুমি
নিশ্চুপ বসে থেকো না,
আল্লাহর নামে শপথ করে
শয়তানের পথে হেটো না!
এসে গেছে বৈশাখ
এসে গেছে বৈশাখ
এসেছে ঝড়ের দিন,
এসে গেছে নবান্ন আজ
কৃষকের মুখ রঙিন।
চারদিক শুধু সবুজে ঢাকা
সোনার ফসল দিয়ে,
মাঝিভাই গান গেয়ে যায়
শান্ত নদীর তীরে।
বাজার জুড়ে ছড়িয়ে পরে
আম-কাঁঠালের গন্ধ,
মামার বাড়ি ঘুরতে হলে
স্কুল হয় বন্ধ।
প্রিয় রাসূল
রাসূল আমার প্রিয় মানুষ
দো-জাহানের আলো,
তার দোয়াতে দূর হয়ে যায়
জগতের সব কালো!
রাসূল মানে সঠিক পথ
জান্নাতের সুঘ্রাণ,
তার আদর্শ মেনে চললে
পাপ হয় অবসান।
রাসূল বলে, মিথ্যা ছেড়ে
সত্যের পথে চলো,
জান্নাত হলো উত্তম স্থান
জাহান্নামের চেয়ে ভালো।
মৌমাছি
মৌমাছিরা ঘুরছে শুধু
ফুলের পিছু পিছু,
ঘুরছে তারা নানান গাছে
ঘুরছে উঁচু-নিচু!
ফুলের গন্ধে যায় হারিয়ে
রঙিন ফুলের দেশে,
এদিক-সেদিক ঘুরেফিরে
মধু নিয়ে আসে।
লাল গোলাপ আর হাসনাহেনা
ফুলের মধু পেতে,
অনেক সময়, অনেক দূরে
চায় না তারা যেতে!
মনের সুখে আকাশ জুড়ে
ভেসে বেড়ায় রোজ,
মৌমাছিরা মুচকি হেসে
হয়ে যায় নিখোঁজ!
বইমেলা
প্রাণের মেলা ঘনিয়ে এলো
আসবে খুশির দিন,
বইমেলাতে যাব আবার
মন হবে রঙিন।
নতুন বইয়ের গন্ধে
সবার প্রাণটা জুড়াবে,
বইমেলাতে ঘুরে ঘুরে
দিনটা ফুরাবে।
হাজার হাজার বইয়ের ভিড়ে
কোন বইটি কিনবো?
সবার লেখা পড়লে তবেই
বিশ্বটাকে চিনবো।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD