ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো সাদমান সজীব-এর দুটি কবিতা
[১]
টিপ
আমার খুব ইচ্ছে ছিলো
আমি টিপ হবো
টিপ হয়ে তোমার কপালজুড়ে সাজবো
তোমার উষ্ণ কোমল হাতের ছোঁয়ায়
শুরু হবে আমার দিন
আমার অলংকরণে তোমার অপার্থিব সৌন্দর্য দেখে
তুমি মুচকি হাসবে, আমিও হাসবো
এভাবে হেসেখেলেই জীবন কাটবে আমাদের
ধন্য হবে আমার জীবন!
কিন্তু আমার একটাই দুঃখ
আমি হয়েছি মানুষ
আর তাই আমার স্থান
তোমার হৃদয়ে নয়
পদতলে নয়
হয়েছে শত আলোকবর্ষ দূরে
গ্রহ থেকে গ্রহান্তরে
ধরাছোঁয়ার ঊর্ধ্বে
অভিমানের নির্জন প্রান্তরে!
তবে এর চেয়ে অনেক ভালো হতো
যদি তোমার ধ্বংসস্তুপ হ’তাম
তাও তোমাকে দেখার সুযোগ অন্তত পেতাম!
[২]
একটি পাখির প্রেম
তোমার সাথে আজন্ম ওড়ার নেশায়
তোমার আকাশে এসেছিলাম একদিন
আজ তোমার খাঁচায় বন্দি আমি!
হাজার হাজার পাখি তোমার সাথে উড়ে বেড়ায়
তোমাকে ছোঁয়
তোমার স্নিগ্ধতা উপভোগ করে!
আমি খাঁচার ভেতর থেকে শুধু অপলক চেয়ে রই
হায় কী জীবন আমার!
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD