দেশের বই ঈদ সাময়িকী

আশরাফ-উল-আলম-এর দুইটি কবিতা

রবিবার, ০৮ মে ২০২২ | ৯:১১ অপরাহ্ণ | 226 বার

আশরাফ-উল-আলম-এর দুইটি কবিতা

ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো আশরাফ-উল-আলম-এর দুটি কবিতা


 

[১]

ঈদের খুশির চাপ

ঈদের খুশি দুয়ারে
কর্তা আছেন ভীষণ চাপে।
কেনাকাটায় নাভিশ্বাস
কর্তা করেন ফুসফাস।
খরচ বাড়ছে দফায় দফায়
আয় বাড়েনি সেই তুলনায়।
গরুর গোশত সাত’শ টাকা
গরম মসলা আকাশ ছোঁয়া।
লেবুর ডজন শত টাকা
শঁসা যেন থাকে ঢাকা।
কাপড়চোপড় যায় না ধরা
তেলের দাম আরও চড়া।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
পাল্টে যায় কর্তার মতি।
হিসাব-নিকাশে হয় যে ভুল
কর্তার চোখে সরিষাফুল!

 

[২]

অজানা ঢেউ

তুমি ডাকলেই মনে হলো
আমি একাকী ছিলাম,
আমি ডাকে সাড়া দিলাম
বন্ধু ফিরে পেলাম।
চোখে চোখ পড়তেই মনে হলো
আমার চোখ অনেকদিন খুঁজছে তোমায়,
ফেলে যাওয়া সেই দিনগুলো
আজও অনেক কাঁদায়।
তোমার হাসিতে মনে হলো
হাসানোর অপেক্ষায় ছিলাম আমি,
তুমি ফিরে আসবে, তুমি ফিরবে
তাও যেন আমি জানি।
তোমার সংস্পর্শে এলেই মনে হলো
অনেক বছর ছুঁয়ে দেখিনি কাউকে,
ছুঁয়ে দেখলাম অনুভব করলাম
মন উত্তাল আজ অজানা ঢেউয়ে।

 

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD