ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো দীদার মাসুদ-এর দুটি কবিতা
[১]
প্রবাহচিত্র
এখন আমি কতটা পারি!
সেটা তোমাকে কী করে বোঝাই?
যে আমি এতকাল একটি খড়ও নাড়তাম না,
শুধুই তুমি আছো বলে-
সে আমি এখন সংসারের সব ঘানি টানতেও এতটুকু কষ্ট পাই না।
সাত সকালে উঠে ঘরদোর মোছা থেকে শুরু করে বিছানাপত্র গোছানো, কাটা-বাছা থেকে রান্না-বান্না, অতিথি আপ্যায়ন,
কিংবা সদাই-পাতি যখন যা প্রয়োজন, তার সবই আমি করতে পারি।
যে আমি আলসে বলে রোজ তোমার চোখরাঙানি আর গাল ফোলানো অভিমানী চেহারায় আতঙ্কিত হতাম,
সে আমি এখন নিজেই সময়ের বেড়াজালে আবদ্ধ থেকে প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করি!
এতটুকুও ফুরসত নেই,
দিনভর ক্লান্তিহীন ব্যস্ততা আর মাঝে মাঝে উদরপূর্তি!
যেন বহতা জীবনের এ এক অবধারিত গল্প!
যেখানে আমার বিশ্রামের অনুষঙ্গ একমাত্র তুমিই!
[২]
চোরাবালি
সেই শহরের,
অচেনা গলিটা আজ বড়োই চেনা!
কানাগলিটা আজ আলোকিত,
ঘুপচিগলিটা আজ লোকারণ্য!
ঠিক যেমনটা,
চৈতন্য ফিরেছে অচেনা মনের গহীন অন্ধকার গুহায়,
বিদ্যুৎগতিতে আড়ষ্টতা এসেছে অতলান্ত কুয়ায়!
বাঁধভাঙ্গা স্রোত আছড়ে পড়েছে সমুদ্রের কিনারায়!
অথচ একদা,
যেখানে কুঁড়েঘর ছিল, সেখানে আজ পাকা ঘর!
যেখানে পাকা ঘর ছিল, সেখানে আজ অট্টালিকা!
যেখানে অট্টালিকা ছিল, সেখানে আজ সুরম্য প্রাসাদ!
শুধু আমিই রয়ে গেছি আগের মতো,
যতটা গভীরে ভাবোনি আমায় হয়তো!
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD