দেশের বই ঈদ সাময়িকী

আহরাফ রবিন-এর কবিতা

সোমবার, ০৯ মে ২০২২ | ৫:৫২ অপরাহ্ণ | 206 বার

আহরাফ রবিন-এর কবিতা

ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো আহরাফ রবিন-এর কবিতা


 

[১]
ঈর্ষা

অন্তর্হিত জোছনার ভেতর থেকে চুঁইয়ে পড়ছে ফেনিল বুদ্বুদ
পাতালে ঘুমিয়ে আছে নীলাভ পাথর!
এতক্ষণে শিকারপর্ব প্রস্তুতি সম্পূর্ণ; পাতার আড়ালে
হাসছে বিষমাখা ধাতবের সুতীক্ষ্ন ফলা

আমাদের হাতে নেই সময়‚ সংকীর্ণ রাস্তাঘাটের
পরিপার্শ্বে গাদাগাদি করে মাথা তুলে
দাঁড়িয়ে আছে বহুবর্ণ ঈর্ষার দেয়াল;
প্রবেশাধিকার নেই! তবুও আমি তোমার
রক্তে চুমো খেতে খেতে পৌঁছে যাব
পৃথিবীর দুর্গমতম মানচিত্রে…
তোমাদের ঈর্ষা থাকুক না তোমাদের
ঐ বারুদঠাসা বুকে

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD